Skip to main content
 

মহানগর দায়রা জজ আদালত, রাজশাহী

 

১৭৮৭ সালে মি. পিটার্স স্পেক কালেক্টর পদের পাশাপাশি জজ ও ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। তাঁর দুজন সহকারী ছিল। তাদের একজনের কর্মস্থল ছিল ভারতের মুর্শিদাবাদ জেলায় এবং অন্য জনের কর্মস্থল ছিল বাংলাদেশের নাটোর জেলায়। এ থেকে বুঝা যায় সে সময় একই ব্যক্তি প্রশাসন, রাজস্ব ও বিচার বিভাগীয় দায়িত্ব পালন করতেন।

১৭৯৩ সালে জজ ও কালেক্টর অফিস পৃথক করে দেওয়ানি আদালতকে ডিস্ট্রিক্ট জাজ আদালতে রূপান্তর করা হয় এবং জেলা জজ পদ সৃষ্টি করা হয়।

১৯১৬ সালের রাজশাহী জেলা গেজেটিয়ার থেকে জানা যায় সে সময় রাজশাহী জেলায় ১ জন জেলা ও দায়রা জজ ছিলেন। তিনি ভারতের মালদহ জেলারও জেলা ও দায়রা জজ ছিলেন। তবে তার সদর দপ্তর ছিল রাজশাহীতে।

১৮৬৪ সালের মার্চ মাসে ফরাসী নির্বাহী প্রকৌশলী মিস্টার ই এস বি পেরেইরা এর তত্ত্বাবধানে রাজশাহী জজকোর্ট এর হেরিটেজ ভবনের কাজ শুরু হয় এবং ১৮৬৫ সালের আগস্ট মাসে তা শেষ হয়।
 

আমাদের কথা রাজশাহী

১৯১৬ সালে লিখিত রাজশাহী জেলা গেজেটীয়ার থেকে জানা যায় সে সময় রাজশাহী জেলায় ১ জন জেলা ও দায়রা জজ ছিলেন। তিনি বর্তমান ভারতের মালদহ জেলারও জেলা ও দায়রা জজ ছিলেন। তবে সদর দফতর ছিল রাজশাহী মহানগরীতে। বিগত ০৪/০৮/২০১৩ ইং তারিখে রাজশাহী মহানগরীর জন্য মহানগর দায়রা জজ আদালত পদ সৃষ্টি হয় প্রথম মহানগর দায়রা জজ ছিলেন জনাব মোঃ আশরাফ হোসেন। বর্তমানে  রাজশাহী মহানগর দায়রা আদালতে ০১ জন মহানগর দায়রা জজ, অতিতিরক্ত মহানগর দায়রা জজ ০২ জন এবং ০২ জন যুগ্ম মহানগর দায়রা জজ আদালত রয়েছে। বর্তমানে জনাব এ কে এম ফজলুল হক ষষ্ঠ ব্যক্তি হিসাবে মহানগর দায়রা জজ হিসাবে কর্মরত রয়েছেন। গত ১৬/১২/১৯৯৫ সালে প্রথম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সৃষ্টি হয়। প্রথম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে জনাব মোঃ ফজলুল করিম দায়িত্ব পালন করেন। বর্তমানে গত ইং ১৭/০৫/২০২০ ইং তারিখ হতে শাহ্‌ মোহাম্মদ জাকির হাসান চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত আছেন।